Posts

Showing posts from January, 2018

হামহাম ঝর্ণা ভ্রমন।

Image
বন্ধুরা মিলে হঠাৎ করে সিধান্ত নেই ঘুরতে যাবো। অনেক দিন ঘুরতে যাইনি। কোথায় যাবো তা নিয়ে সিধান্তহীনতায় ভুগলাম সবাই। সবাই মিলে ঠিক করলাম মৌলভিবাজার যাবো। নেটে ঘুরে হামহাম ঝর্ণা অনেক ছবি, ভিডিও দেখলাম। তাই হামহামকে ঠিক করা হলো। বন্ধু অভির ফুফাতো ভাই রকির বাসায় উঠবো। ২০১৫ সালে পহেলা নভেম্বর আমারা যাত্রা শুরু করি। আজকে আপনাদের হামহাম জয়ের সেই গল্পই শুনাবো।  ট্রেনে আমাদের নামতে হলো শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল শহরটা অসাধারন। রাস্তার চারপাশে চা বাগান। পরিষ্কার পরিছন্ন শহর। ট্রেন থেকে নেমে আমরা চলে গেলাম রকি ভাইয়ের বাসায়। সারাদিন জার্নির কারনে তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পরলাম। পরদিন খুব সকালে আমরা রওনা দিলাম হামহামের উদ্দেশ্যে। সকালে পানসী হোটেলে নাস্তা করে আমরা যাত্রা শুরু করলাম তার আগে দরকারী যা যা (যেমন পানি, শুকনো খাবার) কিনার সব কিনে নিলাম। হামহাম যেতে হলে প্রথমে আপনাকে সিএনজিতে যেতে হবে। সাধারনত দুই থেকে আড়াই ঘন্টা লাগে সিএনজি তে। এরপর আবার পায়ে হাঁটা পথ। পায়ে হেঁটা তিন থেকে সাড়ে তিন ঘন্টায় হামহাম যাওয়া যায়। আমারা একটা সিএনজি ভাড়া কলাম। সাধারনত ১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে