Posts

Showing posts from July, 2018

নৈসর্গিক সৌন্দযের নাফাখুম ঝর্ণা

Image
ভ্রমনের জন্য আমরা সব সময় আমার সবচে পচন্দের জায়গা বান্দারবান। যতবারই এখানে যাই ততবারই নতুন করে বান্দারবানের প্রেমে পড়ি। গত আট মাসে দুইবার বান্দারবান যাবার পারও নতুন করে আবার প্ল্যান করি বান্দারবান যাবার। যাথে ছিলো বন্ধু একং এলাকার ছোট ভাইরা। নাফাকুম নিয়ে সবার মাঝে একটা আগ্রহ ছিলো। তাই এভাবের নাফাখুম যাবার জন্যই আমরা প্ল্যান করি। আজকে যানাবো নাফাখুম ট্যুরের বিস্তারিত।  বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে এই জলপ্রপাতটি অবস্থিত। বান্দারবান  থানচি উপজেলার রেমাক্রি একটি মারমা অধু্যসিত এলাকা। বান্দরবন হতে ৭৯ কিঃমিঃ দুরে অবস্থিত থানচি। সাঙ্গু নদীর পাড়ে অবস্থিত থানচি বাজার। এই সাঙ্গু  ধরে রেমাক্রীর দিকে ধীরে ধীরে উপরে উঠতে হয় নৌকা বেঁয়ে। কারণ নদীটি রেমাক্রী হতে থানচির দিকে ধীরে ধীরে ঢালু হয়ে এসেছে এবং এই জন্য এখানে অনেক স্রোত থাকে। নদীর কিছুদূর পর পর ১-২ ফুট এমন কি কোথাও কোথাও ৪/৫ ফুট পর্যন্ত ঢালু হয়ে নিচে নেমেছে। নদীর দুপাশে সবুজে মোড়ানো উচু উচু পাহাড় রয়েছে।  কোন কোন পাহাড় এতই উচু যে তার চূড়া ঢেকে থাকে মেঘের আস্তরে। সবুজে ঘেরা সে পাহাড়ে মাঝে মাঝে দু একটি উপজাতী